প্রিন্ট এর তারিখঃ Jan 7, 2025 ইং || প্রকাশের তারিখঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে "বিপ্লব ২৪" এর যাত্রা শুরু
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে "বিপ্লব ২৪" এর যাত্রা শুরু
যবিপ্রবি প্রতিনিধিঃ আল আমিন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( যবিপ্রবি) থেকে যাত্রা শুরু হলো বিপ্লব ২৪ সংগঠনের। বিপ্লব-২৪ পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ সজীব হোসেনকে আহ্বায়ক ও মোঃ ফরিদ হাসানকে সদস্য সচিব করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উক্ত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আগামী এক মাসের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক এবং প্রক্টরকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।
আহ্বায়কের দায়িত্ব পাওয়া মোঃ সজীব হোসেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স (ইইই) বিভাগের শিক্ষার্থী এবং সদস্য সচিব মোঃ ফরিদ হাসান ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের শিক্ষার্থী। কমিটির মূখ্য সংগঠক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মোঃ হান্নান হোসেনকে।
বিপ্লব-২৪ এর আহ্বায়ক মোঃ সজীব হোসেন বলেন, শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং সামাজিক উন্নয়নের মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। ❝বিপ্লবের শপথ নিন,দেশ গঠনে অংশ নিন❞এই প্রতিপাদ্য নিয়ে ❝বিপ্লব-২৪❞ সংগঠনের যাত্রা।সচেতন নাগরিক হিসেবে মানুষের মৌলিক অধিকার সম্পর্কে সচেতন করা,দেশের প্রান্তিক পর্যায়ে শিক্ষার সার্বিক গুরুত্ব সকল নাগরিকের কাছে তুলে ধরা,পরিবেশ সংরক্ষণে সকল নাগরিকদের সচেতন করা এবং জুলাই বিপ্লবের হাজার হাজার শহীদ ও আহতদের স্বপ্নের যে বৈষম্যহীন সমাজ এবং বাংলাদেশ কামনা সেই স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি।বাংলাদেশের সর্বস্তরের শ্রেণী পেশার মানুষের কাছে সার্বিক সহযোগিতা কামনা করি।
বিপ্লব ২৪ এর সদস্য সচিব মোঃ ফরিদ হাসান বলেন,“বিপ্লবের শপথ নিন, দেশ সংস্কারে অংশ নিন” প্রতিপাদ্যকে সামনে রেখে যাত্রা শুরু করতে যাচ্ছে “বিপ্লব ২৪” নামের সংগঠনটি। জুলাই বিপ্লবের চেতনা অক্ষুণ্ণ রাখা এবং সেই বিপ্লবে শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো সংগঠনটির অন্যতম প্রধান উদ্দেশ্য। পাশাপাশি, ফ্যাসিস্ট শাসনের শিকার হয়ে গুম, খুন বা হত্যার শিকার নিরপরাধ মানুষের পরিবারের পাশে থাকা, দরিদ্র ও অসহায় মানুষকে সহায়তা প্রদান, পরিবেশের উন্নয়ন এবং সমাজের ক্ষতিকর দিকগুলো দূর করে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা এ সংগঠনের লক্ষ্য। গুটিকয়েক তরুণের প্রচেষ্টায় গড়ে ওঠা এই সংগঠনটি জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবী চেতনাকে ধারণ ও প্রচারে অগ্রণী ভূমিকা পালন করবে এবং এর কার্যক্রম দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে পড়বে বলে বিশ্বাস করি।
উল্লেখ্য, আহ্বায়ক কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে হাবিব আহমেদ শান, মোঃ সামিউল আজিম, শাহরিন আফরিন শিপ লা, সাকিব হাসান, সাদমান ফেরদৌস, আল আমিন, আলফাজ হোসেন আরবি, আহনাফ তাহমিদ বাঁধন, মুনসূত্রধর, মোহাম্মদ নাঈম হোসেন, সৈয়দ সিয়াম আহমেদ, হাসিন আবরার মঈন প্রমুখকে রাখা হয়েছে।
এছাড়াও পরবর্তীতে আরও সদস্য সংগ্রহ করে পূর্ণাঙ্গ কমিটি দেয়া হবে বলে জানানো হয়।
© দৈনিক বেলা বার্তা